
সদর প্রতিনিধি, পটুয়াখালী:
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া শনিবার ভোর ৬.৩০ মিঃ সময় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি) চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন, ভক্ত ও গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি পটুয়াখালী-১ আসনে ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছেন। তিনি এলাকায় আওয়ামী লীগের একজন সাদা মনের মানুষ হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তাঁর মৃত্যুর খবরে পটুয়াখালীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বিকেল ৩ টায় ঢাকায় সংসদ ভবনের সামনে ১ম জানাযার নামাজ এবং রবিবার সকাল ১১ টায় পটুয়াখালী ঝাউতলা (ফোর লেনে) মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
সকল নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেনা জ্ঞাপন করেন।