
শিবপুর প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর নোয়াদিয়া খৈশাখালী কান্দাপাড়া সবুজ কুঁড়ি মডেল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় সবুজ কুঁড়ি মডেল স্কুলের প্রধান শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবুজ কুঁড়ি মডেল স্কুলের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মাহমুদ আলমের সভাপতিত্বে প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগ সদস্য ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান আসাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী জজ, রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব, বাংলাদেশ সুপ্রীম কোর্ট মো. হাসিবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন- আয়ূবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান সরকার।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, নোয়াদিয়া কেএইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, ১০১নং নোয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সরকার, আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভূঁইয়া, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. বুলবুল ভূঁইয়া। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- নোয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন।