Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

July 26, 2023 02:57:52 PM   জেলা প্রতিনিধি
সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। বুধবার (২৬ জুলাই) দুপুরে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী মনির হোসেন বলেন, গতকয়েকদিন আগে মোবাইল ছিনতাই এর ঘটনাকে ধামাচাপা দিতে কথিত সাংবাদিক পরিচয়দানকারী মফিজুল ইসলাম,রহিম ও তার সহযোগীদের যোগসাজশে সাতজনের নামে মিথ্যে মামলা দায়ের করে। তিনি বলেন,মোবাইল ছিনতাই এর প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে।

জানাযায় তাদের অপকর্ম শুধু এখানেই শেষ নয় সাধারণ মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠানোর নাম করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, মালোশিয়া পাঠানোর কথা বলে রহিমসহ তার পাঁচ সহযোগী আমার কাছ থেকে ৪ লাখ ২৩ হাজার ৫০০ টাকা নেয়। পরবর্তীতে আমাকে মালোশিয়ার জাল ভিসা দিয়ে আরো একলক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে রাজি না হইলে বিবাদীগণ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন মিথ্যে মামলায় হয়রানির শিকার ভুক্তভোগীসহ এলাকাবাসী।