Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সাংবাদিকদের সম্মানে রাজাপুরে জামায়াতের ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংবাদিকদের সম্মানে রাজাপুরে জামায়াতের ইফতার মাহফিল

March 22, 2025 09:31:49 PM   অনলাইন ডেস্ক
সাংবাদিকদের সম্মানে রাজাপুরে জামায়াতের ইফতার মাহফিল

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাইজ্যাক মোড় এলাকায় আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসার মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নেছারুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আ. রহিম রেজা, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন।