
সুবর্ণচর প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বার থানা এলাকায় গভীর রাতে খামার থেকে মহিষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম চরজুবিলী গ্রামের মৃত আবদুল হালিমের পুত্র কৃষক আবদুল মতিনের খামার থেকে তিনটি মহিষ চুরির এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে আটকোপালিয়া বাজার থেকে আধা কিলোমিটার উত্তরে সোনাপুর রোড়ের পূর্ব পাশ্বে খালপাড়ে উনার খামার থেকে চুরি হয়ে যায়। চুরির ঘটনায় চরজব্বর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মতিন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরজব্বার থানাধীন আটকোপালিয়া বাজার সংলগ্ন জাপান অলির বাড়ির পাশে মতিনের খামারে ৩টি মহিষ ও ৩টি গরু পালন করে আসছিলেন। মতিন মঙ্গলবার রাত অনুমান ১১টার দিকে মহিষগুলোকে খাবার দিয়ে খামার ঘরে ঘুমাতে যান। এক পর্যায়ে রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে মহিষ ৩টি চুরি হয়। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি মহিষ চুরি হওয়ার বিষয়টি টের পান।
চরজব্বর থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস বলেন, মহিষ চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।