
এসএম জাহিদুল:
আগামী ৯ মার্চ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পরিষদের নির্বাচন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও এর বলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করেন 'সম্মিলিত পরিষদ' ব্যালট নং ৩৬ থেকে ৭০ নম্বর।
পরিষদের পক্ষে ইশতেহার উপস্থাপন করেন চিফ ইলেকশন কোর্ডিনেটর ও (বিজিএমইএ 'এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ও সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান (কচি)। আরো উপস্থিত ছিলেন প্যানেলের সদস্যগণ।
ইশতেহারে তারা বলেন, এসএমই শিল্পের টেকসই উন্নয়ন, এইচ.এস.কোড সংক্রান্ত জটিলতা নিরসন ও ব্যবসা সহজীকরণ, রাজস্ব সংক্রান্ত জটিলতা নিরসন, শুল্ক/ আয়কর/ ভ্যাট/ নগদ সহায়তা, ব্যাংক ও আর্থিক সেবা খাত সংক্রান্ত উদ্যোগ, টেকসই শিল্পায়ন সমৃদ্ধ অর্থনীতি, বাজার ও পণ্য বহুমুখীকরণ, অংশীদারমূলক বিজিএমইএ গঠন, সবুজ বিপ্লবের সমৃদ্ধি, ভাবমূর্তি উন্নয়ন, মধ্যম শ্রেণির ব্যবস্থাপকদের কর্মদক্ষতা উন্নয়ন, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রণোদনা, সার্কুলার ইকোনমি, ইউনিফায়েড কোড অফ কন্ডাক্ট ও আরএসসি সংক্রান্ত জটিলতা নিরসনে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা করেন।
সম্মিলিত পরিষদের প্যানেল রয়েছেন আবদুল্লাহ হিল রাকিব(ব্যালট নং-৩৭), এম শহিদউল্লাহ আজিম(ব্যালট নং-৩৮), মোঃ মহিউদ্দিন রুবেল(ব্যালট নং-৩৯), খন্দকার রফিকুল ইসলাম(ব্যালট নং-৪০), ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী(ব্যালট নং-৪১), মোঃ শাহাদাত হোসেন(ব্যালট নং-৪২), মোঃ রেজাউল আলম মিরু(ব্যালট নং-৪৩), মোঃ জাকির হোসেন(ব্যালট নং-৪৪), মোঃ ইমরানুর রহমান(ব্যালট নং-৪৫), আশিকুর রহমান তুহিন(ব্যালট নং-৪৬), মিরান আলী(ব্যালট নং-৪৭), নুসরাত বারী আশা(ব্যালট নং-৪৮), মোঃ নুরুল ইসলাম(ব্যালট নং-৪৯), মোঃ নাসির উদ্দিন(ব্যালট নং-৫০), আবরার হোসেন সায়েম(ব্যালট নং- ৫১), শামস মাহমুদ(ব্যালট নং-৫২), মোহাম্মদ সোহেল সাদাত(ব্যালট নং-৫৩), শোভন ইসলাম(ব্যালট নং-৫৪), আনোয়ার হোসেন মানিক(ব্যালট নং-৫৫), সাইফুদ্দিন সিদ্দিকী সাগর(ব্যালট নং-৫৬), হারুন আর রশিদ(ব্যালট নং-৫৭), আরশাদ জামাল দীপু(ব্যালট নং- ৫৮), আসিফ আশরাফ(ব্যালট নং-৫৯), মেজবাহ উদ্দিন খান(ব্যালট নং-৬০), রাজিব চৌধুরী(ব্যালট নং-৬১), এম. আহসানুল হক( ব্যালট নং-৬২), মোহাম্মদ রাকিব আল নাসের(ব্যালট নং- ৬৩), আমজাদ হোসেন চৌধুরী(ব্যালট নং-৬৪), রাকিবুল আলম চৌধুরী(ব্যালট নং- ৬৫), মোহাম্মদ মুসা(ব্যালট নং- ৬৬), মোস্তফা সরোয়ার রিয়াদ(ব্যালট নং- ৬৭), গাজী মোঃ শহীদুল্লাহ(ব্যালট নং- ৬৮), মোঃ আবচার হোসেন(ব্যালট নং- ৬৯) ও সৈয়দ নজরুল ইসলাম(ব্যালট নং- ৭০)।
তারা বলেন, পোশাক শিল্পের যুগান্তকারী সরকারি সিদ্ধান্তগুলোর অধিকাংশই এসেছে সম্মিলিত পরিষদের নেতৃত্বাধীন বোর্ডের মেয়াদকালে এবং এসব মেয়াদে সভাপতিরা, বিজিএমইএ’র সাবেক সভাপতিদের সঙ্গে নিয়ে প্রয়োজনে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে শিল্প ও সদস্যদের সমস্যাগুলো সফলতার সঙ্গে সমাধান করতে সক্ষম হয়েছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন নতুন প্যানেলটি ও নির্বাচিত হলে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করবেন।
এস এম মান্নান (কচি) বলেন, পোশাক শিল্পকে টেকসই করতে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে আমরা প্যানেল করেছি। নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করবো।