Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / সময়ের আগেই নির্বাচনের দাবিতে ইমরানের লং মার্চ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সময়ের আগেই নির্বাচনের দাবিতে ইমরানের লং মার্চ

October 29, 2022 09:47:18 PM   আন্তর্জাতিক ডেস্ক
সময়ের আগেই নির্বাচনের দাবিতে ইমরানের লং মার্চ

সময়ের আগেই নির্বাচনের দাবিতে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। লাহোর থেকে ইসলামাবাদের এ যাত্রায় কয়েক সপ্তাহ সময় নিয়ে মোট ৩৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে ইমরানের। এতে হাজারো মানুষ যোগ দেবেন বলে আশা করছে পিটিআই। পথে বিভিন্ন স্থানে সমাবেশের জন্য লং মার্চ থামবে এবং সেসব স্থানে আরো সমর্থক জড়ো হওয়ার কথা রয়েছে।
লং মার্চে অংশ নিতে আসা মাহমুদ (৩৬) বলেন, আমাদের দেশ থেকে চোর-ডাকাত তাড়াতে হবে, যারা দেশের অর্থ নিজ স্বার্থের জন্য নিচ্ছে। আমাদের দেশকে বাঁচাতে হবে এবং ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, এ জন্যই আমি ইমরান খানকে সমর্থন করছি। এরই মধ্যে রাজধানীতে এ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান প্রধান মোড়গুলোতে শিপিং কনটেইনার এনে রাখা হয়েছে, যাতে সরকারি স্থাপনায় প্রবেশ করতে চাইলে প্রতিবাদকারীদের থামানো সম্ভব হয়। ইসলামাবাদ পুলিশ কর্তৃপক্ষ ১৩ হাজার সদস্য মোতায়েন করেছে। এর আগে চলতি বছরের মে মাসের ২৫ তারিখে পেশোয়ার থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ নিয়ে রওনা দেন ইমরান। সেবার তার সমর্থক এবং পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষ ঘটে।
এমন এক সময়ে ইমরানের দ্বিতীয় লং মার্চ কর্মসূচি শুরু হলো, যখন দেশটির ক্ষমতাসীন সরকারকে পতনের মুখে থাকা অর্থনীতি বাঁচাতে যুঝতে হচ্ছে। গত এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এখনো নিজ দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। নিজের ক্ষমতা হারানোর দায় একাধিকবার দেশের এস্টাবলিশমেন্টের (সেনা ও গোয়েন্দা বাহিনী) ওপর চাপিয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের মূল গোয়েন্দা বাহিনীর প্রধান এবং সামরিক জনসংযোগ প্রধান। তারা জানান, দেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ নেই তাদের।
 ওই সংবাদ সম্মেলনে গোয়েন্দাপ্রধান বলেন, নিজ সরকারের অবৈধ এবং অসাংবিধানিক সমর্থনের জন্য সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছিলেন ইমরান।