Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অংকের ঘুষ বাণিজ্য করত মুরাদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অংকের ঘুষ বাণিজ্য করত মুরাদ

May 03, 2023 07:18:04 PM   দেশজুড়ে ডেস্ক
সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মোটা অংকের ঘুষ বাণিজ্য করত মুরাদ

নালিতাবাড়ী সংবাদদাতা:
শেরপুরের নালিতাবাড়ীতে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, কখনো শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনো বা অন্যকোন দফতরের কর্মকর্তা এমন ভুয়া পরিচয় দিয়ে চাকুরীতে নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার কাজ। এমন অভিযুক্ত মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী  থানা পুলিশ। বুধবার (৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ মে) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের পর রাতে সংবাদ সম্মেলন করেন নালিতাবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন। গ্রেফতারকৃত মুরাদ পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, মুরাদ দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে সহজ সরল বেকার চাকুরী প্রার্থীদের চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। শুধু তাই নয়, সেসব চাকুরী প্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ভয়াবহ প্রতারণার ফাঁদ পেতেছিল এ প্রতারক। ইতিমধ্যেই সে জেলার অসংখ্য বেকারের কাছ থেকে চাকুরী দেওয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে প্রতারণা করায় ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দফতরে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রতারক মুরাদকে গ্রেফতার করতে তৎপর ছিল।

এরই মধ্যে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার জনৈক চাকুরী প্রার্থীকে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে দুই দফায় হাতিয়ে নেয় ৬ লাখ টাকা। ফলে প্রতারণার শিকার ওই ভুক্তভোগী শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ীতে একইভাবে প্রতারণা করতে এলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীবরদী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়।