Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সারাদেশে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সারাদেশে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

March 03, 2023 01:44:06 AM   দেশজুড়ে ডেস্ক
সারাদেশে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোট হলো অধিকার, নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার’, ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’-এই স্লোগানেই বৃহস্পতিবার সারাদেশে পালিত হয় ৫ম জাতীয় ভোটার দিবস। দিবসকে সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন। সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। মূলত জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির লক্ষ্য। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

সদর প্রতিনিধি, বরিশাল: বরিশাল আঞ্চলিক জেলা ও উপজেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Barishal-18
 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বার। আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী: ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Bauphal-7
 

উপজেলা নির্বাচন অফিসার তরিকুল ইসলামের সভাপত্বিতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার আল-আমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মাহবুবা বেগম, মোঃ রাসেল, ইমরান হোসেন বাপ্পিসহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” -এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি  র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

Dawlatpur-12
 

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি: ‘ভোটার হক নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে‘ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রাণীনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী বের করা হয়।

Raninagar-6
 

পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, সমাজ সেবা কর্মকর্তা মাহবুব রহমান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউনিয়া প্রতিনিধি, রংপুর: ‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

sobi-2 kaunia rangpur 02-03-2023
 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটর মোস্তফা কামাল, শারমিন আরা, স্ক্যানিং অপারেটর গোলাম রব্বানী প্রমূখ। এরআগে দিবসের একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।