
জাকির হোসাইন:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) রাতে সরিষাবাড়ী কলেজ শিক্ষক মিলনায়তনে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
যৌথ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে সাধারন সম্পাদক ড. হারুন অর রশীদ পরিচালনা করেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, সাবেক যুগ্ম সম্পাদক এমএ গনি, পৌর সভার মেয়র মনির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও পানি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, সরিষাবাড়ী কলেজ এর অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, পৌর আওয়ামীলীগের সভাপতি সরিষাবাড়ি কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখঃ
দলীয় সূত্রে জানা গেছে, যৌথ সভার আলোচ্য বিষয় সমুহের মধ্যে ছিল, উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের স্থান নির্ধারণ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন ওই মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতিক কে বিজয়ী করা, বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা, আগামী জুন মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য জীবী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ. যুব মহিলালীগের কমিটি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়। যৌথ সভায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।