Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে ছাত্রদের ঝগড়া থামাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্চিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে ছাত্রদের ঝগড়া থামাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্চিত

March 14, 2023 12:18:52 AM   দেশজুড়ে ডেস্ক
সরিষাবাড়ীতে ছাত্রদের ঝগড়া থামাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্চিত

সরিষাবাড়ী প্রতিনিধি, জামালপুর:
সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী পিংনা সুজাত আলী অনার্স কলেজে ছাত্রের মাঝে বিবদমান ঝগড়া থামাতে গিয়ে তিন শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ১৩ মার্চ সকাল সাড়ে ১১টায় অধ্যক্ষের কার্যলয়ের পাশে প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

কলেজ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কলেজের প্রাক্তন ছাত্র রিফাত তার এক বন্ধু হৃদয়ের উপবৃত্তির ফরম জমা দিতে সুজাত আলী অনার্স কলেজে পড়ূয়া স্নাতক শ্রেণির অপর বন্ধুকে সাথে নিয়ে কলেজে আসে। এ সময় নাঈম ও রাব্বি নামের এইচএসসি ২য় বর্ষের দুই ছাত্র ও বহিরাগত বাবু নামে অপর জনকে সাথে নিয়ে ৩জন রিফাতের উপর অতর্কিতে হামলা চালািয়ে মারপিট করে। এ সময় কলেজে ক্লাস চলছিল। কলেজ ক্যাম্পাসে ঝগড়া ও হট্টগোল দেখতে পেয়ে একে একে তিনজন শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে এসে ঝগড়া থামাতে গেলে ওই তিনজন শিক্ষকই লাাঞ্চিত হন। খবর পেয়ে পিংনা এলাকায় দায়িত্ব পালনরত তারাকান্দি পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ ও এসআই সুলতান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুটি মোটর সাইকেল জব্দ করা হয় বলেও জানা যায়। নাঈম ও রিফাতের মাঝে প্রেমঘটিত বিষয় নিয়ে ইতোপূর্বে ঝগড়া হওয়ায় পূর্ব শত্রতার জের ধরেই সোমবার কলেজ ক্যাম্পাসে রিফাতকে পেয়ে নাঈম গং তাকে মারপিট করে বলে জানিয়েছে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে অত্র কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ বলেন, নারী ঘটিত পূর্ব শত্রুতার জের ধরেই নাঈম ও রিফাতের মাঝে ঝগড়া হয়ে থাকতে পারে। বিষয়টি যেহেতু কলেজ ক্যাম্পাসে তাই স্থানীয় নেতৃবৃন্দ ও উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে মীমাংসা করা হবে।