Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রর্দশনী উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রর্দশনী উদ্বোধন

February 26, 2023 04:24:38 AM   দেশজুড়ে ডেস্ক
সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রর্দশনী উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
স্মার্ট লাইফস্টক, স্মাট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণী সম্পদ প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণি সম্পদ অধিদপ্তর ,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রানালয়ের সহযোগীতায় সরিষাবাড়ী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।

প্রাণী সম্পদ প্রর্দশনীর সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি প্রধান অতিথী হিসেবে ফিতা কেটে ও কবুতর উডিয়ে উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।

এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্বে  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্র্জ মুহাম্মদ মহব্বত কবীর বক্তব্য রাখেন। প্রর্দশনীর উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভাটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডাঃ সুলতান পরিচালনা করেন। প্রর্দশনিতে ৩৪ জন বিভিন্ন পশু ও পাখি খামারী ও পালক অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ সুধী জন উপস্থিত ছিলেন। পরে প্রর্দশণিতে বিভিন্ন কেটাগরীতে ১ম ,২য় ও ৩য় স্থান অর্জনকারী সহ অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও সম্মানী সহ পুরস্কার বিতরণ করা হয়েছে।