
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. মতিয়র রহমান তালুকদার প্রতিষ্ঠিত দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ জাহান দ্বি-জুর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান তালুকদার নিপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক স্বাগত বক্তব্য রাখেন। শিক্ষার্থী ও সুধী সমাবেশ পরিচালনা করেন- শিক্ষক রাশেদুজ্জামান ডালিম।
এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অভিবাবক, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থী ও সুধীজনদের সাথে সুধী সমাবেশ শেষে এক মনমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।