Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথার আটঘরে মেজর আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথার আটঘরে মেজর আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

July 26, 2023 07:59:46 PM   উপজেলা প্রতিনিধি
সালথার আটঘরে মেজর আতমা হা‌লি‌মের গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথায় গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ ক‌রে‌ছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)। বুধবার (২০ জুলাই) বিকা‌লে উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন এলাকায় তি‌নি গণসং‌যোগ ক‌রেন এবং বর্তমান সরকা‌রের উন্নয়‌নের চিত্র তু‌লে ধর‌তে লিফ‌লেট বিতরণ ক‌রেন।

আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) আতমা হা‌লিম আটঘর ইউ‌নিয়‌ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক বরুণ সরকা‌রের মা মারা যাওয়ার খবরে তার বা‌ড়ি গৌড়‌দিয়া‌তে যান এবং তার প‌রিবা‌রের খোজ খবর নেন। এরপর তি‌নি আটঘর বাজা‌রে লিফ‌লেট বিতরণ ক‌রেন এবং স্থানীয় নেতাকর্মী‌দের আ‌য়োজ‌নে এক মত‌বি‌নিময় সভায় যোগদান করেন। এর আ‌গে গৌড়‌দিয়া বাজা‌রে গণসং‌যোগ ক‌রেন এবং লিফ‌লেট বিতরণ ক‌রেন।

আ‌লোচনা সভায় আওয়ামীলীগ নেতা মেজর ( অবঃ) আতমা হালিম ব‌লেন, আ‌মি আপনা‌দের এলাকার ছে‌লে, আমার শরী‌রে এই মা‌টির গন্ধ আ‌ছে। আ‌মি বিগত দি‌নে আপনা‌দের পা‌শে যেভা‌বে ছিলাম বর্তমা‌নেও আপনা‌দের পা‌শে আ‌ছি। আ‌মি আজীবন এই মা‌টি ও মানু‌ষের সেবা ক‌রে যে‌তে চাই। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে আ‌মি আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী। আপনারা সবাই আমার জন‌্য দোয়া কর‌বেন।

‌তি‌নি আরও ব‌লেন, শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে সারা‌বি‌শ্বে বাংলা‌দেশ আজ উন্নয়‌নের রোল ম‌ডেল। উন্নয়‌নের এই ধারা অব‌্যাহত রাখ‌তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলা‌দেশ গড়ার প্রত‌্যয়ে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। বাংল‌া‌দে‌শের উন্নয়‌নে শেখ হা‌সিনার কোন বিকল্প নাই।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান, রামকান্তপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ইশারত হো‌সেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল কা‌দের মোল‌্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, আটঘরের সা‌বেক ইউ‌পি সদস‌্য ইচহাক মাতুব্বর, সাম‌চুল হক মোল‌্যা, যুবলীগ নেতা লুৎফর রহমান প্রমূখ। এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের অ‌নেক নেতৃবৃন্দ উপ‌ি‌স্থিত ছি‌লেন।