
আরিফ,সালথা(ফরিদপুর)প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের প্রচারণা অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকালে উপজেলা সদরের বাইপাস সড়কে এই নির্বচনী প্রচরণা অফিস উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা মো: ইশারত হোসেনের সভাপতিত্বে এসময় আর উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সালথা উপজেলা শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, কবির খান, যুবলীগ নেতা লুৎফর রহমান, যুবলীগ নেতা রাসেল খান প্রমূখ। এছাড়া আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) আতমা হালিম (দুলু) বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে এবং পুনরায় আওয়ামীলীগ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে নেতাকর্মীদের আহবান জানান।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে আমি কাজ করে যাচ্ছি। ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে আমি সব রকম চেষ্টা চালিয়ে যাব। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। বারবার দরকার শেখ হাসিনার সরকার।