Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় উপ‌জেলা সা‌হিত্য মেলার উদ্বোধন, দর্শনার্থী‌দের ভীড় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় উপ‌জেলা সা‌হিত্য মেলার উদ্বোধন, দর্শনার্থী‌দের ভীড়

July 27, 2023 09:03:12 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় উপ‌জেলা সা‌হিত্য মেলার উদ্বোধন, দর্শনার্থী‌দের ভীড়

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথায় প্রথমবা‌রের মত ২‌দিন ব্যাপী উপ‌জেলা সা‌হিত্য মেলার উ‌দ্ধোধন ক‌রে‌ছেন ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক (ডি‌সি) মোঃ কামরুল আহসান তালুকদার (পি‌পিএ)।

জেলা প্রশাস‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতায় এবং উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (২৭ জুলাই ) বেলা ১০টার দি‌কে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মা‌ঠে এই সা‌হিত্য মেলার উ‌দ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা কালচারাল অফিসার ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল হাসান মিলন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক, ফরিদপুর সহকারী কমিশনার বদিউজ্জামান রিশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, কলামিস্ট, গুনি লেখক, শিক্ষানুরাগী, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, সম্মিলিত সাংস্কৃতিক জো‌টের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবির খোকন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‌বেলুন উ‌ড়ি‌য়ে উপ‌জেলা সা‌হিত্য মেলার উ‌দ্ভোদন ক‌রেন ফ‌রিদপু‌রের ডি‌সি কামরুল আহসান তালুকদার (পি‌পিএ), এরপর আ‌লোচনা সভা ও প্রবন্ধ পাঠ অনু‌ষ্ঠিত হয়। প্রবন্ধ পাঠ ক‌রেন, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান। এর লেখক সমা‌বেশ এবং সা‌হিত্য কর্মশালা অনু‌ষ্ঠিত হয়। কর্মশালা শে‌ষে স্থানীয় শিল্পী‌দের প‌রি‌বেশনায় সাংসকৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। সা‌হিত্য মেলায় নানা বয়‌সের বি‌ভিন্ন শ্রেনী পেশার লোক ভীর জমায়।