Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় প্রাণিসম্পদ প্রদর্শনী’২৩ এর উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় প্রাণিসম্পদ প্রদর্শনী’২৩ এর উদ্বোধন

February 26, 2023 12:02:50 AM   দেশজুড়ে ডেস্ক
সালথায় প্রাণিসম্পদ প্রদর্শনী’২৩ এর উদ্বোধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলা‌দেশ এই শ্লোগান কে সাম‌নে রে‌খে ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রা‌নিসম্পদ মন্ত্রণালয়ের প্রা‌নিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রক‌ল্পের আওতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ‌নিবার (২৫ ফেব্রয়া‌রি) বেলা ১২টায় দিনব‌্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রানিসম্পাদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শাহীনের এর সভাপ‌তি‌ত্বে প্রা‌নিসম্পদ প্রদর্শনীর উ‌দ্বোধন ক‌রেন ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য রা‌খেন, ফরিদপুর জেলা কৃ‌ত্রিম প্রজনন কে‌ন্দ্রের উপ-প‌রিচালক ডাঃ জ্যো‌তির্ময় ভৌ‌মিক।

এসময় বি‌শেষ অ‌তি‌থি হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ওয়াদদু মাতুব্বর। আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষি‌বিদ জীবাংশু দাস, উপ‌জেলা মৎস্য অ‌ফিসার রাজীব রায়, সদ্য বিদায়ী উপ‌জেলা প্রানিসম্পদ কর্মকর্তা শাখাওয়াত হো‌সেন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক চৌধুরী সা‌ব্বির আলী, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলী‌গের সদস্য শওকত হো‌সেন মুকুল, গ‌ট্টি ইউ‌পির চেয়া‌রম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, উপ‌জেলা সেচ্ছা‌সেবকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ই‌ঞ্জি‌নিয়ার সাজ্জাদ হো‌সেন প্রমূখ। অনুষ্ঠ‌নটি সঞ্চালনা ক‌রেন, উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

প্রদর্শনীতে ছোট-বড় ‌মোট ৬৫‌টি স্টল অংশ গ্রহন ক‌রে। প্রধান অ‌তি‌থিসহ আগত অ‌তি‌থিবৃন্দ পশু-পা‌খি, ঔষধ ও চি‌কিৎসা ও পরামর্শ কেন্দ্র প‌রিদর্শন ক‌রেন। প্রদর্শনী শে‌ষে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী মৎস‌্য ও প্রা‌নিসম্পদ ক্ষে‌ত্রে বর্তমান সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তু‌লে ধ‌রেন। প্রদর্শনী‌তে আগত সকল খামারী কে ধন‌্যবাদ দি‌য়ে আগামী সংসদ নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামীলীগ ‌নৌকা মার্কায় ভোট ভোট দেওয়ার আহ্বান জানান।