Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মু‌জি‌বের ৯৩তম জন্মবার্ষিকী পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মু‌জি‌বের ৯৩তম জন্মবার্ষিকী পালন

August 08, 2023 07:20:56 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মু‌জি‌বের ৯৩তম জন্মবার্ষিকী পালন

আরিফুল ইসলাম:
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা সা‌ড়ে ১০টায় উপ‌জে‌লা পরিষদ সম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা, অসচ্ছল নারী‌দের মা‌ঝে সেলাই মে‌শিন বিতরণ, আ‌র্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

এর আ‌গে বেলা ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন করা হয়। প্রথ‌মে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন, উপজেলা প্রশাসন, উপ‌জেলা পরিষদ, সালথা থানা পু‌লিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেসক্লাব সহ বি‌ভিন্ন সাম‌া‌জিক ও রাজ‌নৈ‌তিক সংগঠন ও ব‌্যা‌ক্তি পর্য‌া‌য়ে শ্রদ্ধা নি‌বেদন করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপতিত্বে আ‌লোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা ফের‌দৌস আরা ড‌লি, সালথা থানা পু‌লি‌শের এসআই ফরহাদ হো‌সেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ গণ‌্যমান‌্য ব‌্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকারী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

আ‌লোচনা সভায় বক্তারা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর বর্ণাঢ‌্য জীব‌নী নি‌য়ে আ‌লোচনা ক‌রেন। আ‌লোচনা সভা শে‌ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয় এবং মাঠ পর্যা‌য়ের অসহায় দুঃস্থ ৬ জন ম‌হিলার মা‌ঝে সেলাই মে‌শিন বিতরণ করা হয় পাশাপা‌শি আ‌র্থিকভা‌বে অসচ্ছল ৩ জন দুঃস্থ ম‌হিলাকে আ‌র্থিক অনুদান প্রদান করা হয়।