
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ৬৫ বছরের এক বৃদ্ধ কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া এলাকায় এই ঘটনা। আত্মহত্যাকারী মোঃ আফজাল মোল্যা ওরফে লাখু (৬৫)। সে একই এলাকার উত্তরপাড়ার মৃত সমুজুদ্দিন মোল্লার পুত্র। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখু মোল্যা বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন, মাঝে মাঝে রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেতেন, পাটক্ষেত ও বাগানে রাত্রিযাপন করতেন। এমন কাজের জন্য পরিবারের সদস্যরা তাকে প্রায়ই ঘরে আটক করে রাখতেন। বৃহস্পতিবার রাতের বেলা কোন এক সময়ে লাখু মোল্যা তার স্ত্রীর ঘরের দরজা বন্ধ করে বাড়ির পাশে ভিটায় আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার (৭ জুন) সকালে স্থানীয়রা বাজারে যাওয়ার সময় লাখু মোল্যার মৃতদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।