Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপি নেত্রী শামা ওবায়েদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপি নেত্রী শামা ওবায়েদ

October 13, 2024 08:43:57 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপি নেত্রী শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

শামা ওবায়েদ বলেন, ‘সৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা আশপাশেই রয়েছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে জীবনযাপন করব। গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এতো সুন্দর ও শৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারেনি, যা এবার করতে পারছে।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সালথায় কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। সালথার মানুষ শান্তিপ্রিয়, আর কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে সে বিষয়ে দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান (লাভলু), উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, এবং প্রকাশনা সম্পাদক কবির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান লিটন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মামুন চৌধুরী, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মিরান হোসেন, শাফিকুল ইসলাম, বালাম হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম রাজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।