Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

September 03, 2024 11:06:25 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাওলানা খোকন মোল্যা, মাওলানা শাহজাহান, পান্নু মোল্যা ও কমিরউদ্দিন মোল্যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মাওলানা হেদায়েতুল্লাহ খোকন অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য লতিফ মাতুব্বর ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া বেগমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করার পর থেকে তারা হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। মামলার পর লতিফ মেম্বার জেল খেটে আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

অপর ভুক্তভোগী মাওলানা সাজ্জাদুর রহমান শাহজাহান অভিযোগ করেন, তাদের সাক্ষী হওয়ার কারণে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানান।

অভিযুক্ত ইউপি সদস্য লতিফ মাতুব্বর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। তবে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিষয়ে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। যদি কেউ লিখিত অভিযোগ দেয় সেইক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।