Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় সহস্রাধিক অসহায়ের মধ্যে আব্দুস সোবহানের ঈদ উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় সহস্রাধিক অসহায়ের মধ্যে আব্দুস সোবহানের ঈদ উপহার বিতরণ

April 06, 2024 11:00:36 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় সহস্রাধিক অসহায়ের মধ্যে আব্দুস সোবহানের ঈদ উপহার বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
অসহায় হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদপুরের সালথায় প্রায় সহস্রাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন, ফরিদপুরে মানবতার ফেরিওয়ালা খ্যাত, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি ও রিয়া- রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। আব্দুস সোবহানের নিজ অর্থায়নে শুক্রবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া বাজার সংলগ্ন খেলার মাঠে অসহায়দের হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি।

এসময় কাজী আব্দুস সোবহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশেই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই ঈদ উপহার বিতরণ। মানুষ মানুষের জন্য, তাই আজকে এই এলাকার হতদরিদ্র কিছু মানুষ কে ঈদ উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে সেবা করে যাবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আপনারা এটাকে দান মনে না করে উপহার হিসেবে নিবেন। আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই, আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। কাজী আব্দুস সোবহান সদ্য নানা হয়েছেন বলে আনন্দের সাথে জানান এবং তার একমাত্র কন্যা সানজিদা আকতার রিয়া ও তার সদ্য জন্ম নেওয়া ছেলে মুলতাজাম হোসেনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহ্বায়ক মেজাবাউদ্দিন মিঠুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, কাজী সুমন, যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীর, আটঘর ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি বদিউজ্জামান, সহসভাপতি সৈকত হোসেন, সাধারণ সম্পাদক লিটন মাতুব্বর, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী মৎস্য জীবী লীগের  সভাপতি রিপন খান, সহসভাপতি সামিম হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম-আহ্বায়ক হৃদয় খান সুমন।