Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় হামলায় আহত মুদি দোকানির মৃত্যু, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

সালথায় হামলায় আহত মুদি দোকানির মৃত্যু, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাট

September 04, 2024 08:30:59 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় হামলায় আহত মুদি দোকানির মৃত্যু, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও লুটপাট

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ইয়ার আলী শেখ (৫০) নামের এক মুদি দোকানি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়ার আলী গোপালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

ইয়ার আলীর মৃত্যুর খবর পেয়ে তার স্বজনেরা প্রতিপক্ষ ওমর আলী শেখের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। পরদিন সকালে (৪ সেপ্টেম্বর) প্রতিপক্ষের ১০-১২টি বাড়িঘরে হামলা চালানো হয়, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ১১ আগস্ট ইয়ার আলীর ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।