Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: খসরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: খসরু

February 20, 2025 06:29:34 PM   উপজেলা প্রতিনিধি
সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: খসরু

নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই। নতুন নতুন কথা বলে বিষয়টি দীর্ঘায়িত করার প্রচেষ্টা চলছে, যা গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী মাইজদীর জেলা জজকোর্ট সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

আমীর খসরু বলেন, “কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো স্থানীয় সরকার নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন। তারপর তারা সংস্কার করে যাবে, শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এসব বলার সুযোগ নেই। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয়নি।”

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে। কথাবার্তায় মনে হচ্ছে, কেউ একদিকে ঝুঁকছে। যদি জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়, তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে না।”

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “যারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টায় আছেন, তাদের বলছি -এ সরকারকে যতদিন রাখা যাবে, ততদিন লাভবান হবেন -এ ধারণা ভুল। জনগণের ম্যান্ডেট ছাড়া দেশ পরিচালনার সুযোগ নেই।”

সংস্কার নয়, জনগণের ভোটের অধিকার ফেরানোর অঙ্গীকার তিনি বলেন, “গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর। ১৬ বছর ধরে মানুষ ভোটাধিকার ফিরে পেতে লড়াই করছে। আমরা জনগণের ভোটের মাধ্যমে সরকার দেখতে চাই, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে।”

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সংস্কারের প্রয়োজন হলে আমরা নির্বাচিত সংসদে আলোচনা করব। বিএনপির রাজনীতি জনগণের ওপর নির্ভরশীল, এবং আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা বাস্তবায়ন করব।”

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এছাড়া বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।