Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাভারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাভারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন

October 23, 2022 06:13:08 AM  
সাভারে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন

ঢাকা উত্তর সংবাদদাতা:
সাভারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার উপজেলা পৌর শাখা উদ্যোগ সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের এ গণ-অনশন‌ অনুষ্ঠিত হয়।

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দফা দাবিতে গণ অনশনে অংশগ্রহণ করেন ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সাভার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাভার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাদল শাহা।

গণ-অনশনে অংশগ্রহণকারী বক্তারা জানান, ২০১৮ সালের নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আজকে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারে প্রেসক্লাবের সামনে আমরা সমবেত হয়েছি। আমরা বলতে চাই সরকার আমাদের এই ৭ দফা দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ।আজকে আমাদেরকে সংখ্যালঘু বলে অবহেলা করে রেখে সরকার ভুল করছে। আমরা সরকারের সহযোগিতায় আগেও কাজ করেছি ভবিষ্যতেও কাজ করে যাব কিন্তু আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমাদের মন্দির গির্জা ভেঙে দেয়া হচ্ছে। ৭ দফা বাস্তবায়ন করে সরকার আমাদের অধিকার ফিরিয়ে দিবে বলে আমরা মনে করি।

কর্মসূচি হলো- (১) সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, (২) বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, (৩) দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, (৪) জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, (৫) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন(৬) পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন যথাযথ বাস্তবায়ন (৭) সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

গণ অনশনে আর ও অংশগ্রহণ করেন, সাভার উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রেমানন্দ মন্ডল নেতৃত্বে এবং নরসিংহ পুর শ্রী শ্রী দেবী দুর্গা মন্দির সভাপতি বিকাশ কুমার ঘোষ বিপ্লবের সহযোগিতায় গণ অনশনে আশুলিয়া থানার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আরো জানান আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব। অনতিবিলম্বে সাত দফা বাস্তবায়ন না করা হয় আরো কঠোর কর্মসূচি দিবো।