
ঢাকা উত্তর সংবাদদাতা:
সাভারে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ শিমুলিয়া ইউনিয়ন শাখার সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ৪২নং কালারটে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয।
মনিন্দ্রকুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ দাস ঘোষ কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, সাভার উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রেমানন্দ মন্ডল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাপ্পা দিপ্ত বসু, সাভার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভু সরকার।
সম্মেলনে বক্তারা বলেন, আবার যখন অবৈধ সামরিক স্বৈরশাসক এরশাদ রাষ্ট্রধর্মকে সংরক্ষণ করলো তখনতো আমি তেলে-জলে মিলাতে পারি না। আপনারা সংবিধানের ৮.১ ধারা পড়ে দেখুন ৪টি রাষ্ট্র আদর্শ এখনো আছে সংবিধানে। সংবিধানের ৫২ ধারায় ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝায় তা স্পষ্ট বলা আছে। একটি ধারায় বলা আছে, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা দিবে না। তাহলে রাষ্ট্র ধর্ম হয় কী করে? কিন্তু বলা আছে রাষ্ট্র ধর্ম হইবে ইসলাম। তবে অনান্য ধর্মাবলম্বীরাও ধর্ম পালন করতে পারবেন। অর্থাৎ কৃপা। কৃপার বিষয় নয়।
তৃতীয় অধিবেশনের শিমুলিয়া ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মনীন্দ্র কুমার সরকার, সহ-সভাপতি পদে হরে কৃষ্ণ সরকার, সাধারণ সম্পাদক পদে সম্ভু ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রঞ্জন গোস্বামী, সাংগঠনিক সম্পাদক গোপীনাথ পাল, অর্থ সম্পাদক পদে তরুণ সরকার, দপ্তর সম্পাদক পদে নীতিশ সরকার ঘোষণা করা হয়।