Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সারাদেশে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সারাদেশে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

October 19, 2022 06:12:13 AM  
সারাদেশে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

দেশজুড়ে ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ছিল আজ মঙ্গলবার। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচিগ্রহণ করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নিভীর্ক” এই শ্লোগানে দিবসের শুরুতেই জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার করা হয়। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও—১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমনসহ বিভিন্ন সরকারী—বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীগণ। পরে জেলা শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

গাইবান্ধা সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রজম্মের ও শিশু কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং শেখ রাসেলের দিপ্ত প্রত্যয়কে বর্তমান প্রজন্মের মাঝে মেলান করে রাখার লক্ষ্যে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির মধ্যে ছিল, পৌর পার্কে শেখ রাসেল প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ়্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, শিশুদের অংশগ্রহনে চিএাংকন রচনা প্রতিযোগিতা, ব্যাডমিন্ট টেনিস টুর্নামেন্ট , সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে পৌর পার্কে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো.অলিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমান, জেলা যুবলীগের সভাপতি সাহিদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজীবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এ দিবস পালনে জেলার সকল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালিন করা হয়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়েছে। এলক্ষে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা চত্বওে শখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর আনন্দ র‌্যালি শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ডার ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে আত্রাই উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।
এদিকে রাণীনগরে শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধ করা হয়। শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধ করেন। এর পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর ফলক উন্মোচন করেন। এলক্ষে উক্ত বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো. শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম, রাণীগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হরিণাকুণ্ডু সংবাদদাতা, ঝিনাইদহ: হরিণাকুণ্ডু পাইলট স্কুল এন্ড কলেজের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দেয়া মাহফিল ও গাছের চারা রোপনের মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি ও অত্র প্রতিষ্ঠানের নব নির্বাচিত গর্ভনিং বডির সুযোগ্য সভাপতি সাজেদুল ইসলাম টানু মাল্লিকের উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে একটি আনন্দ র‍্যালি স্কুল প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
এরপর কলেজ মিলনায়তে প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়ার শিক্ষক (সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) আব্দুল আলিমের সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, ছবি আঁকা, পুরস্কার বিতরণ, দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষকমন্ডলীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি মো. সাজেদুল ইসলাম টানু মল্লিক। আরো বক্তব্য দেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, নিখিল কুমার কর্মকার। এতে আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সদস্য মাহবুবুর রশিদ আজাদ মল্লিক, আইনাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ পাপ্পুসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ।

বরিশাল প্রতিনিধি: বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মচীতে শেখ রাসেল দিবস পালন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখান শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা সংবাদদাতা, রাজবাড়ি: রাজবাড়ির পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এসকল কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী। উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল। আরও উপস্থিত ছিলেন পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসনাত আব্দুল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রোকেয়া বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার ও বিভিন্ন সহকারি কর্মকর্তা-কর্মচারি সহ নানা শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় মাওনা হাইওয়ে থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান, আমাদের সময়ের জহিরুল ইসলাম, দি বাংলাদেশ টুডে পত্রিকার রাজীব প্রধান, শ্রমিক নেতা রফিকুল ইসলাম সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং মাওনা হাইওয়ে থানা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। 
ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

কাউনিয়া সংবাদদাতা, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও আইটিসি অধিদপ্তরের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, আইসিটি প্রোগ্রাম অফিসার মৃতুঞ্জয় কুমার প্রমুখ। এরআগে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভাশেষে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।