Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিশেষ নিবন্ধ / সীতাকুন্ডে অগ্নিকান্ডে দগ্ধদের মাঝে ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সীতাকুন্ডে অগ্নিকান্ডে দগ্ধদের মাঝে ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান

June 07, 2022 03:44:36 AM  
সীতাকুন্ডে অগ্নিকান্ডে দগ্ধদের মাঝে ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে দগ্ধদের জন্য বিনামূল্যে ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

গতকাল ৪ জুন শনিবার রাত ১০টায় সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহতদের মাগফেরাত কামনা ও  আহতদের সমবেদনা জানাতে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে। বিএম ডিপোতে অগ্নিদগ্ধদের সহায়তায় সংগঠনের উদ্যোগে ফেনী জেলা সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে বিশুদ্ধ পানি, ঔষধ, স্যানিটাইজার, রক্ত ও মাক্স প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার, সকিনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর চৌধুরী, ফেনী জেলা সমিতি চট্টগ্রামের কর্মকর্তা সিদ্দিক, নগর যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খসরু, সংগঠক মুন্না, এস এম আজিজুর রহমান, তিয়াস, মো. সোহেল।

সংস্থার চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার ঘোষণা করেন অগ্নিদগ্ধ ব্যক্তিগণ সুস্থ না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ফেনী জেলা সমিতি চট্টগ্রাম এর পৃষ্ঠপোষকতায় সহায়তা অব্যাহত থাকবে।