Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সোনারগাঁ সিটি প্রেসক্লাবের উদ্বোধনে এমপি খোকা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোনারগাঁ সিটি প্রেসক্লাবের উদ্বোধনে এমপি খোকা

September 14, 2022 07:40:24 AM  
সোনারগাঁ সিটি প্রেসক্লাবের উদ্বোধনে এমপি খোকা

সোনারগাঁ সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাড়ি মজলিশ এলাকায় এমদাদ ম্যানশনের ২য় তলায় গত রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ সিটি প্রেসক্লাবের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম অংশে ফিতা কেটে কার্যালয় পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সভাপতি দ্বীন ইসলাম অনিক ও সাধারণ সম্পাদক নুর নবী জনির সার্বিক আয়োজনে এসময় সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুন মোল্লা, সহ-সভাপতি শহীদুল্লাহ রাসেল ও মইনাল হোসাইন, যুগ্ম সম্পাদক-১ দ্বীন ইসলাম হীরা, যুগ্ম সম্পাদক-২ রাশেদুল হাসান অভি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, অর্থ সম্পাদক সুমন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।