
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাসিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিক্ষার মানোন্নয়নকল্পে ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও এডহক কমিটির সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাবারক হোসেন ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মো. পনির ভূঁইয়া, ইউপি সদস্য মো. মনির হোসেন প্রমুখ।