Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর কমানোর প্রস্তাব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর কমানোর প্রস্তাব

June 11, 2022 11:11:29 PM  
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর কমানোর প্রস্তাব

প্রযুক্তি ডেস্ক:
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রী বলেন, স্টার্ট-আপ উদ্যোক্তাদের আয়কর রিটার্ন দাখিল ছাড়া অন্য সব রিপোর্টিং-এর বাধ্যবাধকতা হতে অব্যাহতি এবং এ ধরনের কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান প্রস্তাব করছি।

আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার ০.৬০ শতাংশের পরিবর্তে ০.১ শতাংশ করার প্রস্তাব করেন। দেশে বর্তমানে আড়াই হাজারের বেশি স্টার্টআপ রয়েছে এবং এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

২০২৫ সালে আইসিটি খাতের রফতানি পাঁচশ’ কোটি ডলারে নেওয়ার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ৩০ লাখে উন্নীত করার পরিকল্পনার কথা বলেছেন তিনি।