Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

February 05, 2025 11:51:16 PM   অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ার) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।Kiswan

আহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।

বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন জানান, উনার বাম চোখে একটা স্টিচ সিলি দেয়া হয়েছে তবে তিনি সুস্থ আছেন।