Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে উড্ডয়নের আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, পৌণে একঘন্টা দেরিতে যাত্রা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সৈয়দপুরে উড্ডয়নের আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, পৌণে একঘন্টা দেরিতে যাত্রা

August 17, 2024 08:29:51 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে উড্ডয়নের আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, পৌণে একঘন্টা দেরিতে যাত্রা

সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুর উড্ডয়নের আগে বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বিজি ৪৯১/৪৯২ নং ফ্লাইট। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরন করে। যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি চালু করলে সামনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে সাড়ে পৌনে এক ঘণ্টা পর উল্লেখিত সংখ্যক যাত্রী নিয়ে উড়োজাহাজটি বেলা সাড়ে ৯ টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, এটি বড় ধরণের কোনো ত্রুটি ছিল না। এভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সরাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।