Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাজীদেরকে সংবর্ধনা দিলেন পঞ্চায়েত পাড়া জামে মসজিদ কমিটি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাজীদেরকে সংবর্ধনা দিলেন পঞ্চায়েত পাড়া জামে মসজিদ কমিটি

May 02, 2025 03:56:27 PM   দেশজুড়ে ডেস্ক
হাজীদেরকে সংবর্ধনা দিলেন পঞ্চায়েত পাড়া জামে মসজিদ কমিটি

সৈয়দপুরের পঞ্চায়েত পাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ও স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া মুসল্লিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) জুম্মার নামাজ শেষে শ্যাইলার মোড় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, উক্ত মসজিদের ইমাম মুফতি মাসুদুর রহমানসহ আরও দুইজন মুসল্লি চলতি বছর হজ পালনে সৌদি আরব রওনা হবেন। তাদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হাজী রফিকুল ইসলাম প্রামানিক, সহ-সভাপতি মশিউর রহমান হেলাল, কমিটির সদস্য মো. মহিউদ্দীন বেলাল, মো. সাজ্জাদ হোসেন বুলু, রুবেল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলামসহ অন্যান্য মুসল্লিবৃন্দ।

সংবর্ধনা শেষে দেশ, জাতি ও হাজীদের নিরাপদ হজ পালনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকায় ইসলামী চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।