Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

October 19, 2024 11:14:01 AM   আন্তর্জাতিক ডেস্ক
হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করার দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। তিনি জানান, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে হালেভি বলেন, “হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন।”

হালেভি আরও দাবি করেন, হিজবুল্লাহ দিনে দিনে আরও ডুবছে এবং তারা হতাহতের সংখ্যা লুকাচ্ছে। তিনি বলেন, “আমরা ধারণা করছি যে, আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি। আমরা কম করে বলছি। আরও কয়েক ডজন হামলার ফলাফলের তথ্য আমি কল্পনা করছি।”

ইসরায়েলি সেনাপ্রধানের দাবি, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের কাছে আত্মসমর্পণ করছে, যা সশস্ত্র গোষ্ঠীর মনোবল এবং লড়াইয়ের মাত্রা নির্দেশ করে। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।

গত মাসের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি আছে। ইসরায়েল আশা করেছিল যে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দিতে পারবে। তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথম দিনেই বড় ধাক্কা খায় তারা। বর্তমানে লেবাননে অভিযানে গিয়ে অন্তত ৬০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল