Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

January 11, 2025 10:17:36 AM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় আবারও চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারে এ ঘটনা ঘটে। এর আগেও এই ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছিল।

স্থানীয়রা জানান, ঘটনার পর ক্লিনিকের সামনে বিক্ষোভ শুরু হলে অভিযুক্ত চিকিৎসক এবং ক্লিনিকের মালিক তৌফিক আল-আমিন পালিয়ে যান।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার নবজাতকের বাবা রহিছুল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগমকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

তবে দালাল চক্রের একজন তাদের হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারে যেতে বাধ্য করে।

ওই ক্লিনিকের চিকিৎসক তৌফিক আল-আমিন সিজার করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাশিশুর জন্ম হয়। শুক্রবার সকালে নবজাতক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে কালক্ষেপণ করা হয়।

নবজাতকের খালা মারুফা বেগম অভিযোগ করেন, "ডাক্তার পরীক্ষা করার নামে সময় নষ্ট করেছেন। যখন চিকিৎসা শুরু করেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।"

পরে মৃত নবজাতকের দেহ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ।

অভিযুক্ত চিকিৎসক তৌফিক আল-আমিন হাতীবান্ধা হেলথ্ এন্ড মেডিকেয়ারের মালিক। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল হক জানান, "বিষয়টি আমি জানতাম না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়রা দ্রুত এই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, এর আগেও এ ধরনের ঘটনায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।