
হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের উপস্থিতিতে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট ডিডিএলজি রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও হাতীবান্ধা থানার ওসি শাহা আলম প্রমুখ।