
হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন (২২) হত্যার ঘটনায় তার স্বামী আলী হোসেনকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন চালায়।
স্থানীয়রা জানান, গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুনকে তার স্বামী আলী হোসেন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিন বছর আগে সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সঙ্গে আলী হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয়ে তাদের মধ্যে কলহ চলছিল।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আলী হোসেন যৌতুকের দাবিতে স্ত্রী জুই খাতুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে সন্ধ্যায় জুই খাতুনের মৃত্যুর খবর আসে স্বামীর বাড়ি থেকে। পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার পর হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়। তবে নিহতের পরিবার দাবি করেছে, তাদের না জানিয়ে পুলিশ ইউডি মামলা করেছে, যা হত্যাকারীকে রক্ষার চেষ্টা বলে অভিযোগ করেছেন তারা।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চালান তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন ও ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনাস্থলে এসে আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।