Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ দায়ের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ দায়ের

December 17, 2024 07:07:34 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ দায়ের

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জোরপূর্বক নিজ ভোগ দখলীয় জমিতে ঘর তুলে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফজলে রহমান।

মঙ্গলবার সকালে উপজেলার সিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ প্রতিপক্ষ হায়দার আলী ও তার লোকজনের নাম উল্লেখ করেন ফজলে রহমান।

অভিযোগের সূত্রে জানা যায়, ফজলে রহমান পৈত্রিক ও নিজ ভোগ দখলীয় সম্পত্তিতে চাষাবাদ করতে গেলে হায়দার আলী, রহিম আলী ও সৈয়দ আলীসহ তার লোকজন বাঁধা দেন এবং জমি দাবি করেন। পরে তারা নানা ধরনের হুমকি দিয়ে জোরপূর্বক ওই জমিতে ঘর উত্তোলন করেন।

ফজলে রহমান বলেন, “১৭ বছর ধরে কোর্টে মামলার পর রায় পেয়ে জমি আমার নামে দেওয়া হয়েছে। আমি প্রায় ২ বছর ধরে জমি চাষাবাদ করছি। কিন্তু আজ সকালে জমিতে গিয়ে দেখি, তারা জোর করে ঘর তুলেছে। ঘর তুলে দেওয়ার সময় আমাকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।”

অন্যদিকে অভিযুক্ত হায়দার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এই জমি রেকর্ড ও দলিল মূলে আমার। তাই আমি সেখানে ঘর তুলেছি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।