Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

October 12, 2023 07:47:53 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫)নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকলে  হাতীবান্ধা উপজেলার  পারুলিয়া ইউনিয়নের কারবালা দীঘিপাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল  মজিদ আলী ঐ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হন মানসিক ভারসাম্যহীন মজিদ। পরে কারবালা এলাকা সংলগ্ন রেললাইনের ওপর দিয়ে হাঁটতে থাকেন ওই বৃদ্ধ। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ট্রেনটি কারবার এলাকায় তাঁকে ধাক্কায় দেয়। রেললাইনের পাশে ছিটকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, লালমনিরহাট থেকে ট্রেনটি হাতীবান্ধার দিকে আসছিল। মানসিক ভারসাম্যহীন মজিদ রেললাইনের ওপর দিয়ে হাটছিলেন। এ সময় তাঁকে ট্রেনটি ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তিনি মারা যান।