Date: May 16, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,

December 31, 2023 07:32:23 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ,

লালমনিরহাট-১ আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এমডি আতাউর রহমান প্রধান এর  সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার বিকাল  সাড়ে ৪ টার দিকে হাতীবান্ধা  উপজেলার গড্ডিমারী মেডিকেল মোরে এ সংঘর্ষ হয়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঈগল পাখির নির্বাচনী জনসভায় যাওয়া সময় নৌকার সমর্থকরা বাধা ও হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। নৌকার সমর্থকরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।উক্ত ঘটনাস্থলে মেজিস্টেট সহ পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী এমডি আতাউর রহমান এর সমর্থকরা বলেন,গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের  নেতৃত্বে মিছিলে হামলা চালানো হয়। এ সময় ঢিল-পাটকেল ছুড়ে কর্মীদের জখম করা হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১৫/২০ জন কর্মী  আহত হন।

অভিযোগ অস্বীকার করে নৌকায় সমর্থকরা বলেন, আমরা অফিসে বসে ছিলাম। মিছিল নিয়ে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের ওপর ঢিল ছোড়ে। এ সময় আমরা দলীয় কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালায়। তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে। এ সময় আমাদের ৪-৫ জন আহত হয়।