
হাতীবান্ধা সংবাদদাতা:
সড়ক দুর্ঘটনায় নিহত লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মরহুম ইউনুস আলী স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলাতাফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক নুরুল হক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ রহিমসহ নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য গত শনিবার লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন এর নিউজ শেষে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয় ইউনুস আলী।