Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় সাংবাদিক শাহিনের উপর সন্ত্রাসী হামলা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় সাংবাদিক শাহিনের উপর সন্ত্রাসী হামলা!

December 10, 2024 02:19:33 AM   জেলা প্রতিনিধি
হাতীবান্ধায় সাংবাদিক শাহিনের উপর সন্ত্রাসী হামলা!

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক মো. শাহিন আলমের উপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাহিন দৈনিক দেশেরপত্র পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে হাতীবান্ধা থানাধীন দইখাওয়া বাজারে এ ঘটনা ঘটে। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে রিপোর্ট করার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে বলে জানান শাহিন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মো. রবিউল ইসলামের একটি সমস্যার কারণে তাকে ডাকেন। শাহিন আলম সরল মনে দইখাওয়া বাজারে পৌঁছামাত্র পূর্ব থেকে অবস্থান নেওয়া দইখাওয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. আমির (৩৫), মো. আব্দুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৪০), মৃত আজগার আলীর ছেলে মো. আনছারুল ইসলাম (৪৫), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল (৫০) সহ ৪-৫ জন তার উপর লোহার রড, কাঠের বাতা এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়। এ সময় মো. আমির নামে এক আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আনছারুল ইসলাম নামে এক আসামি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় আসামিরা বিভিন্ন প্রকার গালিগালাজ করে এবং তাদের নিয়ে কোন রিপোর্ট করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সামান্য সুস্থ হয়ে তিনি হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করেন।

সাংবাদিক শাহিন আলম জানান, ৫-৬ মাস পূর্বে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে একটি রিপোর্ট করেন। মূলত এই রিপোর্ট করার কারণে আসামিরা তার উপর ক্ষিপ্ত ছিল। এ কারণেই তারা পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। তারা দ্রুত আসামিদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক শাহিন আলমের উপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু ব্যক্তি শাহিন নয়, বরং স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”