Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত নারীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত নারীর মৃত্যু

January 13, 2025 07:02:17 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত নারীর মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় দক্ষিণ পারুলিয়ার বটতলা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা দাদী ও নাতি ট্রাকের নিচে চাপা পড়েন। প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তিন বছর বয়সী শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা হলেও, চার ঘণ্টা পর দাদী নুরী বেগমের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার পাটিকাপাড়া এলাকার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার সাগর হোসেন ও তার স্ত্রী ঢাকায় জীবিকার তাগিদে অবস্থান করেন। মহাসড়কের পাশে টিনের তৈরি চালাঘরে সাগরের মা নুরী বেগম ও তার তিন বছরের ছেলে আবদুল্লাহ থাকতেন। ভোর রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালাঘরে ঢুকে উল্টে যায়।

খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালান। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর শিশুটি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে দাদী নুরী বেগমকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরান হোসেন বলেন, "ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনের ঘরের উপর উল্টে পড়ে। এ সময় এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।"

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, "শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দাদী নুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।"