
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম। রবিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জিএমপির নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বলেন, "আমরা কাজ করবো, কারুকাজ করবো না।"
এ সময় তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি, অস্ত্র লুণ্ঠন, ঝুট ব্যবসা কেন্দ্রিক হানাহানি, পরিবহন খাতে চাঁদাবাজি সহ নানা অনিয়ম ও বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
পুলিশ কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ইতিমধ্যে গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় সম্পৃক্ত নয়, এমন কাউকে হয়রানি করা হবে না। তিনি নিরপরাধ ব্যক্তিদের আইনি ঝামেলায় না জড়ানোর আশ্বাস দেন।
মতবিনিময় সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।