
হেযবুত তওহীদের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরিদপুর সদরের চরকমলাপুরস্থ হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগের আমির ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম ওখবাহ। এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী অনলাইন প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, ফরিদপুর জেলা আমির রেজাউল করিম, সহকারী জেলা আমির জুলফিকার জিহাদ, সদর থানা আমির জাকির হোসেন আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সওম (রোজা) আত্মশুদ্ধি ও সংযমের এক অনন্য পথ। এটি কেবল পানাহার থেকে বিরত থাকার বিষয় নয়, বরং মানুষের ভেতরের আত্মিক উন্নতি ও নিয়ন্ত্রণের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি উল্লেখ করেন, রোজা মানুষকে সংযমী হতে শেখায়, অহেতুক অপচয় থেকে বিরত রাখে এবং দরিদ্রদের দুঃখ-কষ্ট অনুধাবনের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, সমাজে ভ্রাতৃত্ব ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করতে হলে আমাদের একে অপরের প্রতি দায়িত্বশীল হতে হবে। সত্যিকারের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মত্যাগের মানসিকতা গড়ে তোলা অপরিহার্য।
তিনি বলেন, “সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে একে অপরের প্রতি সহমর্মী হতে হবে। ক্ষুধার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও সওমের তাৎপর্য ও এর সামাজিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়।