Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হরিপুরে সিআইডি পুলিশকে অবরুদ্ধ করে আসামি ‘ছিনিয়ে নিল’ জনতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হরিপুরে সিআইডি পুলিশকে অবরুদ্ধ করে আসামি ‘ছিনিয়ে নিল’ জনতা

February 03, 2025 06:10:44 PM   উপজেলা প্রতিনিধি
হরিপুরে সিআইডি পুলিশকে অবরুদ্ধ করে আসামি ‘ছিনিয়ে নিল’ জনতা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার একটি অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। এসময় সিআইডি ও পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে সিআইডির পাঁচ সদস্যের একটি দল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার নারী-শিশু অপহরণ মামলার আসামি হরিপুর উপজেলার বনগাঁও বাজার এলাকার সুমন (২৬)-কে গ্রেপ্তার করে। তবে তাকে গাড়িতে তুলতে গেলে শতাধিক স্থানীয় লোকজন পুলিশের ওপর চড়াও হয়ে সংঘবদ্ধ হামলা চালায় এবং সিআইডির সদস্যদের অবরুদ্ধ করে আসামিকে ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে ১৫০-২০০ জনের একটি দল পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয়। উত্তেজিত জনতা মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, অভিযানে অংশ নেওয়া সিআইডির দলটি নিরাপত্তাহীনতায় পড়লে হরিপুর থানায় সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে ১১ সদস্যের একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৯টা ৪৫ মিনিটে অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।