Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত

August 26, 2023 02:53:19 PM   নিজস্ব প্রতিবেদক
‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীতে ‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট নূরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম। 
মাসব্যাপী চলমান ‘হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্ট’ এ নোয়াখালীসহ আশেপাশের জেলা থেকে আগত ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কাকা স্পোর্টিং ক্লাব ও আদিবা এন্টারপ্রাইজ স্পোর্টিং ক্লাব। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-১ গোলে সমতা রেখে নির্ধারিত সময় শেষ হলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময় গোল শূন্য পার হলে টাইব্রেকার হয়। টাইব্রেকারে ২-০ গোলে বিজয়ী হয় কাকা স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় আদিবা এন্টারপ্রাইজ স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তাওহীদের শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে বাঁচাতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই।

369944989_281476261284716_126785737635915299_n
 

ইসলামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, রসুলাল্লাহর সাহাবিরা দৌড় প্রতিযোগিতা করতেন। আলী (রা.) হালকা পাতলা গড়নের মানুষ ছিলেন এবং তিনি দৌড়ের ক্ষেত্রে খুব দ্রুত গতিসম্পন্ন ছিলেন বলে ইতিহাসে পাওয়া যায়। রসুলাল্লাহর (সা.) এই পবিত্র সুন্নাহ অনুসারে হেযবুত তওহীদের সদস্য-সদস্যারাও দৌড়ানোর অনুশীলন করেন, দৌড় প্রতিযোগিতা করেন। প্রচুর দৌড়াতে হয় বলে মাননীয় এমামুযযামান ব্যক্তিগতভাবে ফুটবল খেলাকে পছন্দ করতেন। তিনি নিজেও তরুণ বয়সে দুর্দান্ত ফুটবল খেলোয়াড় ছিলেন।

তিনি আরো বলেন, শরীরচর্চামূলক খেলাধুলায় উপকার আছে বলেই ইসলাম একে উৎসাহিত করে। অলস, অকর্মণ্য ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন কর্মচঞ্চল, সজীব, প্রাণবন্ত ও বলিষ্ঠ মো’মেনকে। আল্লাহর রসুল বলেছেন, দুর্বল মোমেন অপেক্ষা সবল মোমেন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য ইসলাম মূলত সেসব খেলাধুলার উপর জোর দেয় যেগুলো শারীরিকভাবে সক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো বিপর্যয়কর পরিস্থিতিতে নিজেদের প্রাণশক্তি ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে।

সবশেষে তিনি বলেন, আমি ২০১৬ সনে তওহীদ ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করি। এছাড়াও পিনাকল স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি যার অধীনে প্রতিবছর ফুটবল, কাবাডি, ব্যাটমিন্টন, সাঁতারসহ বিভিন্ন প্রকার খেলার আয়োজন করা হয়। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানের উদ্যোগে সারাদেশে বিভিন্ন খেলার দেড় শতাধিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
হোসাইন মোহাম্মদ সেলিম মিনিবার ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সম্পাদক মো. শাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল নারী উদ্যোক্তা ও কররানি লিমিটেডের চেয়ারম্যান রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নিজাম উদ্দিন, বরিশাল বিভাগীয় সভাপতি আল আমিন সবুজ, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. রিয়াল তালুকদার, টুর্নামেন্টের উপদেষ্টা এনামুল হক বাপ্পা, চাষীরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মহিউদ্দিন, নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি গোলাম কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলার রেফারির দায়িত্ব পালন করেন এ্যাড. রাজু আহমেদ।

হাজার হাজার ফুটবলপ্রমী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মাঠ। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকদের মুহুর্মূহু উচ্ছ্বাস ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মাঠকে প্রাণবন্ত করে রাখে। খেলার শেষার্ধ্বে দর্শকদের ঝুম বৃষ্টিতে কাকভেজা হয়ে খেলা উপভোগ করার বিষয়টি ছিল নজর কাড়ার মত ঘটনা।  

খেলা শেষে চ্যাম্পিয়ন দল কাকা স্পোর্টিং ক্লাবের খেলোয়ারদের হাতে ট্রফি ও দশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম। আদিবা এন্টারপ্রাইজ স্পোর্টিং ক্লাব এর খেলোয়ারদের হাতে রানার্সআপ ৫০০০ টাকা পুরস্কার তুলে দেন তিনি। এছাড়াও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার ও সকল খেলোয়ারদের মেডেলসহ ম্যাচ পরিচালনাকারী রেফারিদেরও পুরস্কৃত করা হয়।