Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হোসেনপুরে কম দামে দুধ ও ডিম বিক্রি শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোসেনপুরে কম দামে দুধ ও ডিম বিক্রি শুরু

March 05, 2025 08:46:41 PM   অনলাইন ডেস্ক
হোসেনপুরে কম দামে দুধ ও ডিম বিক্রি শুরু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

রমজানে দুধ, ডিম ও মাংসের দাম সহনীয় রাখতে প্রতি পিস ডিম ৯ টাকা এবং প্রতি লিটার দুধ ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন জানান, "প্রথম দিন হোসেনপুর সদর দাখিল মাদরাসা মাঠে বিক্রয় কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম রমজানজুড়ে চলবে।"