Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

July 16, 2023 08:47:31 PM   উপজেলা প্রতিনিধি
হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

আব্দুল আলীম সাচ্চু:
কুষ্টিয়ার ভেড়ামারায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালের দিকে ভেড়ামারা হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে উক্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত রাশেদুল দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে।

জানা গেছে, সকালের দিকে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গেলে ঐ যুবকের লাশ দেখতে পায়। পরে ভেড়ামারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, কে বা কাহারা তাকে শ্বাসরোধ করে হত্যা মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। তদন্ত চলছে, অতি শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।